মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজপথ দখলের হুমকি দিচ্ছে, বিএনপিকে রাজপথ লীজ দেয়নি জনগন -ওবায়দুল কাদের

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ২:৪৭ পিএম | আপডেট : ৫:২১ পিএম, ২৩ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে গণতন্ত্রের কথা বললেও গুজব, অপপ্রচার, আগুন সন্ত্রাস চালাচ্ছে বিএনপি। রাজপথ দখলের কথা বলে হুমকী দিচ্ছে, কিন্তু বিএনপিকে রাজপথ লিজ দেয়নি জনগন। তারা আগুন সন্ত্রাস চালিয়ে সরকারি অফিস আদালত পুড়িয়েছে। সরকারি সম্পদ নষ্ট করেছে। তাদের অপ-রাজনীতির কথা জনগণ ভুলেনি, ভুলবেওনা। এরা দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট করার পায়তারা করছে। জনগণ যেহেতু আওয়ামী লীগের সাথে আছে, তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। আন্দোলনের হুমকী দিয়ে লাভ হবে না। রাজপথই আওয়ামী লীগের ঠিকানা।

সোমবার বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মৃত ত্যাগী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে অনুদান প্রদান ও প্রয়াত ৭জন নেতার স্মরণসভায় ভার্চুয়ালীযুক্ত হয়ে (ভিডিও কনফারেন্সে) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শুধু কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা নয়, পুরো নোয়াখালী জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট নজর রেখেছেন। কোম্পানীগঞ্জে নদী ভাঙ্গন রোধে ক্রস ড্যামের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পরিকল্পনা কমিশনে বিষয়টি অচিরে বাস্তবায়নের উদ্দেশ্যে সিদ্ধান্ত নেয়া হবে। ক্রস ড্যাম নির্মিত হলে এখানকার জীবনমান, আর্থ সামাজিক উন্নয়ন হবে। আমার নির্বাচনী এলাকায় প্রত্যন্ত অঞ্চলে জনগণের জন্য গ্যাস সরবরাহ কাজ অনেক দূর এগিয়ে আছে। কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার পৌর অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পর দু’টি উপজেলায় সর্বসাধারণ গ্যাস সুবিধা ভোগ করবে। ইতোমধ্যেই আমার নির্বাচনী এলাকার দু’টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। মুছাপুর পর্যটন কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার উদ্যোগ রয়েছে। আমার নির্বাচনী এলাকায় বেকারত্ব রয়েছে, বেকারত্ব ও কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার দক্ষিণে বিশেষ রপ্তানী প্রক্রিয়া জাতকরণ কেন্দ্র (ইপিজেড) স্থাপন করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, খারাপ আচরণ জনগণ পছন্দ করে না, খারাপ আচরনে জনসাধারণ অসন্তুষ্ট হয়। খারাপ আচরণ সকল উন্নয়ন কর্মকান্ডকে ম্লান করে দেয়। অসুস্থ, অস্বচ্ছল নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মের একটি ক্ষুদ্র অংশের মধ্যে অর্থ বিত্ত বৈভবের লোভ প্রবনতা দৃশ্যমান হচ্ছে। এটা কোন অবস্থাতে কাঙ্খিত নয়। আমাদের পূর্ববর্তী নেতারা দেখিয়ে গেছেন, রাজনীতি মানে হচ্ছে ত্যাগ, ভোগ নয়। কারও অপকর্মের ভাগিদার আওয়ামী লীগ হবে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমূখ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন