বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা সনাক্ত ৩৪ জনের, সুস্থ ৩৩, মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ৪:৩৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩৪ জনের শরীরে। তবে সুস্থ হয়েছেন ৩৩ জন করোনা রোগী। আজ সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন সুস্থ হওয়া সহ এনিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৩ জনে। এর মধ্যে সিলেট ৭ হাজার ৫১৬ , সুনামগঞ্জে ২ হাজার ৩৯১, হবিগঞ্জে ১৫৫৭  এবং মৌলভীবাজারের ১৭০৯ জন।  একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩৪ জনের শরীরে। এ নিয়ে  বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জন। এরমধ্যে সিলেট ৮ হাজার ২৩৪, সুনামগঞ্জের ২ হাজার ৪৪৬, হবিগঞ্জের ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৯ জন।  
           

এদিকে সোমবার পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪২ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট ১৭৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২২ জন। করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৪৩ জন। এরমধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন