শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইলেন কাজী সোমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সাইন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন অনিক সাহান। এরইমধ্যে গানটি ৫০ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। কাজী সোমা বলেন, ‘আমার প্রথম গান হিসেবে যেভাবে ভিউয়ার্স বাড়ছে তাতে খুশী আমি। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে প্রথম মৌলিক গানের পর সোমা নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেও একটি গান গেয়েছেন তিনি। গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন তিনি। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর করেছেন মো: সেলিম। সঙ্গীতায়োজন করেছেন ওয়াহিদুল ইসলাম নয়ন। সোমা বলেন, ‘চট্টগ্রামের আঞ্চলিক ভাষারা গানটি আমি গাইতে পারবো বলে আমার আত্মবিশ্বাস ছিল। তারপরও কিছুটা ভয় ভেতরে কাজ করেছে। গান সংশ্লিষ্ট সবার অনুপ্রেরণায় গাইতে তেমন কোন সমস্যা হয়নি। এই গান করে আমার কাছে মনে হয়েছে, আগামীতে আমাকে বিভিন্ন আঞ্চলিক ভাষার গান গাওয়ার প্রতিও মনোযোগ বাড়াতে হবে।।’ কাজী সোমা জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। কাজী সোমা জানান, সিনেমার গানেও কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। চলতি বছরে না হলেও আগামী বছরের শুরুটা প্লে-ব্যাক দিয়ে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন