বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অমরত্বের আশায় গাছে ঝুলে পড়লেন গুরু ও ২ শিষ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুর থানা এলাকায় অমরত্ব লাভের আশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বঘোষিত এক ‘ধর্মগুরু’ ও তার দুই শিষ্য। এই ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের গণমাধ্যমের সংবাদে জানানো হয়েছে, প্রায় কয়েকমাস ধরেই মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরের বাসিন্দা ৩৫ বছর বয়সের নীতীন বেহেরা নিজেকে তান্ত্রিক বা ধর্মগুরু বলে এলাকায় দাবি করেছিলেন। এরই মাঝে বেশ কয়েকজন সঙ্গী জুটিয়ে বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ করে আসছিলেন। গত ১৪ নভেম্বর হঠাৎ করে ওই এলাকার আরও দুই তরুণকে সাথে নিয়ে কথিত ধর্মগুরু নিখোঁজ হয়ে যান। এরপর গত শুক্রবার স্থানীয় জঙ্গলের একটি গাছে ওই দুই তরুণসহ নীতীনের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর ওই গ্রামের মহেন্দ্র ধুভালে (২৮) এবং তার ভাইয়ের ছেলে মুকেশ ঘাভত ও এক কিশোরকে সাথে নিয়ে স্থানীয় ওই জঙ্গলে যান নীতীন। হঠাৎ করে নীতীনের সাথে থাকা ব্যক্তিদের গলায় দড়ি দিয়ে গাছ থেকে ঝুলে পড়লে তারা সকলে অমর হয়ে যাবে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন