শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৮০টি গরুর মৃত্যু নিয়ে তোলপাড় ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের একটি গো-শালায় আচমকা ৮০টি গরু মারা যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজস্থানের চুরু জেলায় এই ঘটনার খবর পাওয়ার পরে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে জেলার সরদার শহরের বিলুবাস রামপুরার শ্রী রাম গো-শালায়। এ প্রসঙ্গে সরদার শহরের প্রশাসনিক প্রধান কুতেন্দ্র কানওয়ার জানান, ‘ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সর্বোপরি, বিষাক্ত খাবার খেয়ে বা রোগের কারণে এতগুলো গরু মারা গেছে কি না, তা নিশ্চিত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই গো-শালায় ৮০টি গরু মারা গেছে এবং আরও কিছু গরু অসুস্থও রয়েছে। ঘটনাস্থলে পশুপালন ও মেডিকেল বিভাগের টিম উপস্থিত রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম পরিচালক ডা. জগদীশ বারবাড জানান, গো-শালায় শুক্রবার সন্ধ্যায় গরুরা আচমকা অসুস্থ হয়ে পড়ে। রাতে ৮০টি গরু মারা যায়। আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে আছে। যদিও তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা ঠিক আছে। তিনি বলেন, সম্ভবত কোনও বিষাক্ত জিনিস খাওয়ার কারণে ওই ঘটনা ঘটেছে। পশুখাদ্যের নমুনা নেওয়া হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন