বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভূরুঙ্গামারীতে গরু ব্যবসায়ী আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে গরু ব্যবসায়ী জহুরুল ইসলাম (৫০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত জহুরুল ইসলাম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে একদল গরু পাচারকারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত ২টার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ-১২৯ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলাম (৫০) কে আটক করে তারা।
কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, বাংলাদেশের অভ্যন্তর হতে কাউকে ধরে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন