বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরা আদালতে ৫ জনের সাক্ষ্যগ্রহণ

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ফটোগ্রাফার শহিদুল ইসলাম জীবনসহ পাঁচজন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। গত রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর স্বাক্ষীদের জবানবন্দী গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রোববার ছিলো ১২৩তম কার্য দিন। আদালতের কাঠগড়ায় দাড়ানো বিএনপি’র সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ মামলার অন্যান্য আসামিদের উপস্থিতিতে স্বাক্ষীরা তাদের গুরুত্বপূর্ণ স্বাক্ষ্য প্রদান করেন। তিনি আরো বলেন, এনিয়ে মামলায় আজ পর্যন্ত ১৫ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেছেন। মামলার পরবর্তী ধার্য দিন আসামি রোববার।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন পাশবিক নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা পতœী মাহফুজা বেগমকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সকালে সাতক্ষীরা আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের ওই নারীকে দেখে সড়ক পথে ঢাকায় ফেরার পথে সকাল ১১ টায় কলারোয়া বিএনপি অফিসের সামনের সড়কে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায় তৎকালিন ক্ষমতাসিনরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন