মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতারের দাবি

নীলফামারীতে সংবাদ সম্মেলন

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নীলফামারী সদর উপজেলার বাবরীঝাড়ের সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীর প্রধান জুয়েল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সন্ত্রাসী হামলার শিকার মো. মশিয়ার রহমান। গতকাল সোমবার দুপুরে আরাজী কুচিয়ারমোড় বাবরীঝাড়ের তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মশিয়ার ও তার পরিবার। সংবাদ সম্মেলনে মশিয়ার বলেন, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সৈয়দপুর ক্যান্টনম্যান্টের কাছে আমার বড় ভাইয়ের বাড়ি থেকে ভাইয়ের জমি বন্ধকের দুই লাখ টাকা নিয়ে আমাদের বাড়ি বাবরীঝাড়ে আসতেছিলাম। পথিমধ্যে বাবরীঝাড় হাইস্কুলের দেওয়ালের পাশে পৌছামাত্রই পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীর প্রধান জুয়েল ও তার সহযোগীরা আমাকে এলোপাথারি মারতে শুরু করে এবং আমার কাছে থাকা জমি বন্ধকের দুইলাখ টাকা ও আমার স্যামস্যাং মোবাইল বের করে নেয়। তারা আমাকে চেন দিয়ে মারতে থাকে আমি ব্যাথায় চিৎকার করলে তারা আমার গলা টিপে ধরে এমতাবস্থায় স্থানীয় লোকজনেরা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করি। তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জুয়েল ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মশিয়ার রহমানের পিতা হাজি মো. সোহরাব হোসেন বলেন, জুয়েল ও তার সহযোগীরা আমার ছেলেকে এমন গুরুতর আহত করে যে রংপুর মেডিক্যালে আমার ছেলে দুই দিন অজ্ঞান ছিল। এমনকি এখন তারা আমাদের থানা থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি।
সংবাদ সম্মেলনে মশিয়ার এর ভাই, স্থানীয়রা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন