শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বালুর গর্তে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

উপজেলায় অবৈধ ড্রেজারের বালুর গর্তে পড়ে ইমা আক্তার (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবৈধ ড্রেজারের বালুর গর্তে পড়ে আরো ২ শিশু আহত হয়েছে।
গত রোববার বিকেলে সাটুরিয়ার কামতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা কামতা গ্রামের হোটেল ব্যবসায়ী ইয়াদ আলীর মেয়ে। সে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, নিহত স্কুলছাত্রীর বাড়ির পাশেই ধলেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করছে। খেলতে গিয়ে ইমা ও একই এলাকার দুই শিশু ওই বালুর গর্তের পানিতে পড়ে যায়। দুই শিশুকে উদ্ধার করা হলেও ইমাকে জীবিত উদ্ধার করা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আকামের ভান্ড ২৩ নভেম্বর, ২০২০, ৯:০১ পিএম says : 0
চোড়াবালিতে পঠছে,মরে বেঁচেই গেলো, সামনে কতই না ঝামেলা থাকতে পারতো, দেখোনা, আমও মরতে চাই এতো লোকের করোনা হলো, মরলো, মগর মুই বহাল তবিয়তে, কারণ, চি ল্লা পুরন করা হয়নি হয়তো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন