শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দহলের সঙ্গে চীনা দূতের সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হউ ইয়ানকি সে দেশের ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)’র নির্বাহী চেয়ারপার্সন পুষ্প কমল দহলের সঙ্গে তার বাসভবনে সোমবার সাক্ষাত করেছেন। এমন এক সময় এই সাক্ষাত অনুষ্ঠিত হলো যখন এনসিপি’র দুটি অংশের মধ্যে ক্ষমতার লড়াই তুঙ্গে। এর একটিতে নেতৃত্ব দিচ্ছেন দহল, অন্যটিতে রয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান সামন্ত গোয়েল নেপাল সফরে গিয়ে ওলির সঙ্গে একান্তে বৈঠক করার পর থেকে অনেকগুলো ইস্যুতে দলের মধ্যে বিতর্ক চলছে। অবশ্য দহলের মিডিয়া উপদেষ্টা বিষ্ণু সাপকোটা বলেন, চীনা দূতের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে কোন আলোচনা হয়নি। রিপাবলিকা, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন