শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘র’ পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে পাক সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উপজাতীয় জেলা বাজাউরে একটি বড় ধরনের সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পৃষ্ঠপোষকতায় থাকা দুই সন্ত্রাসী নিহত হয়। গোয়েন্দা স‚ত্রে খবর পেয়ে সোমবার এই অভিযান চালানো হয় বলে সেনাবাহিনী জানায়। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাজাউরে তাঙ্গি গ্রামের কাছে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালানো হলে এনকাউন্টারে জঙ্গি নেতা জুবাইর ও আজিজুর রহমান ওরফে ফিদা নিহত হয়। এই সন্ত্রাসীরা বাজাউর ও করাচিতে সক্রিয় ছিলো। এরা আইন-শৃঙ্খলা সংস্থা, সরকারি কর্মচারি ও নিরাপরাধ বেসামরিক লোকজনের বিরুদ্ধে বহু ঘটনায় যুক্ত ছিলো। বিবৃতিতে বলা হয়, এই নেটওয়ার্ক পাকিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতার সমম্বয় করছে। এরা সীমান্তের ওপারে র-পরিচালিত নেতাদের কাছ থেকে সরাসরি নির্দেশ পেয়ে থাকে। পাকিস্তান সরকার ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রমাণ সম্বলিত ডসিয়ার প্রকাশের কয়েক দিনের মাথায় এই অভিযানের খবর পাওয়া গেলো। ডসিয়ার প্রকাশ উপলক্ষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার জানান যে ভারত সিপিইসি-তে নাশকতা চালানোর চেষ্টা করছে। চলতি সপ্তাহে এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী রাষ্ট্রকেও অবহিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতের সন্ত্রাসী তৎপরতার সুনির্দিষ্ট প্রমাণ বিশ্ব নেতাদের হাতে তুলে দেয়া হয়। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন