বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সভাপতি আতাউর রহমান সম্পাদক মহসীন আলী

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসএফআইসি’র প্রধান (পরিদর্শন ও তদন্ত) প্রকৌশলী মো. আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি) উপবিভাগের দায়িত্বে কৃষিবিদ ড. মো. মহসীন আলী মন্ডল (প্রিন্স)। বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ইআর) মো. হামিদুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নুরুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ উল্লাহ, অর্থ সম্পাদক খন্দকার জগলুল হক রানা, দপ্তর সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কিৃতিক সম্পাদক মো. ইকরাম বিশ্বাস। কাযনির্বাহী সদস্য নির্বাচিতরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মাহমুদুল হাসান (মিল্টন), খাদিজা সুলতানা, কায়েস খান, মো. আহসান হাবিব।

নবনির্বাচিত কমিটির সভাপতি প্রকৌশলী মো. আতাউর রহমান খান বলেন, সকলের আস্থার মর্যাদা রক্ষা করাই আমার কাছে বড় চ্যালেঞ্জ, সংস্থার অফিসারদের কল্যাণে আত্মনিয়োগ করতে চাই। সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. মহসীন আলী মন্ডল (প্রিন্স) বলেন, সততা, নিষ্ঠা ও কর্মচাঞ্চল্যের মাধ্যমে মানবিক প্রতিষ্ঠানরূপে বিএসএফআইসিকে সমাজের কাছে তুলে ধরাই হবে আমাদের কমিটির প্রধান দায়িত্ব ও কর্তব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন