শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ডিবেট ফর ডেমোক্র্যাসির ছায়া সংসদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভোক্তাদের অধিকাররের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসন, র‌্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ত, বিএসটিআই, প্রতিযোগিতা কমিশন ও ট্যারিফ কমিশনসহ নানা সংস্থা কাজ করছে। ২০১৯-২০ অর্থবছরে অসাধু ব্যাবসায়ীদের নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ৩৫ কোটি টাকা জরিমানা করেছে। ২০১৩-১৪ থেকে ২০১৯-২০ অর্থবছরে এই জরিমানার পরিমাণ ছিলো ১২৫ কোটি টাকা। অসাধু বাজার সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে জরিমানা ও শাস্তির আওতায় আনতে সরকার কাজ করছে। সম্প্রতি এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বাজার সিন্ডিকেট বিরোধী ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাস্তবতার নিরিখে বাজার সিন্ডিকেট এর কারণ অনুসন্ধান ও প্রতিকার নিয়ে সরকারকে কাজ করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মূল অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে না পেরে শুধু প্রান্তিক ব্যাবসায়ীদের জরিমানা বা শাস্তি প্রদান করলে এই সমস্যার সামাধান হবে না। বাজার সিন্ডিকেট এর জন্য দায়ী মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা আরও জোরদার করা হলে অসাধু সিন্ডিকেটের সাথে জড়িত চক্র ভাঙ্গা সহজ হবে। প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজ কে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোতিায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, জান্নাতুল ফেরদাউস এবং সাংবাদিক অনিমেষ কর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন