শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ৮ কোটির বেশি ভোট পাওয়ার রেকর্ড বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৯:৫১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ৮ কোটির বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়লেন জো বাইডেনের। কিছু ভোটের চুড়ান্ত গণনা বাকি থাকায় সামনের দিনগুলোতে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভোট আরও বাড়বে। বর্তমানে তার প্রাপ্ত ভোট ৮ কোটি ১১ হাজার। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারই ২য় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভোট ৭ কোটি ৩৮ লাখের বেশি। -সিএনএন
এ বছর ডাকযোগে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মার্কিনিরা। এ কারণেই ভোট গণনায় অতিরিক্ত সময় লেগেছে। নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ায নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। তিনি বারবার জালিয়াতির অভিযোগ তুলে শেষ পর্যন্ত হার স্বীকার করে নেন। নির্বাচনে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল ভোট আর ট্রাম্প ২৩২ টি। ২৭০টি ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন