বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

খিলগাঁও থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- এ কে এম শহীদ সরোওয়ার্দী (৩৫) ও মো. সাজেদুল ইসলাম (২৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে দুইটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা করছে বলে স্বীকার করে। তিনি আরো বলেন, শহীদ সরোওয়ার্দী ১৭ ও ১৮ আগস্ট দুই দিনের পুলিশ রিমান্ডে ছিল। তার দেওয়া তথ্যমতে অপর আসামি সাজেদুলকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন