বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

৪ ডিসেম্বর থেকে আমিরাতে পুনরায় জুমার নামাজ চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৪:৪৭ এএম

আগামী ৪ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পুনরায় জুমার নামাজ চালু হচ্ছে। দেশটির সরকার স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদে জুমার নামাজের অনুমতি দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়, ১ জুলাই থেকে মসজিদ চালু হয় আর আগামী ৪ ডিসেম্বর থেকে জুমার জন্য অনুমতি দিলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম। -আল আরাবিয়া

কোভিড-১৯ এর কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘোষণা মোতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ। এদিকে দেশটির আইন অনুযায়ী প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে। মসজিদগুলোতে ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। খুতবার ৩০ মিনিট আগে মসজিদ খুলে দেয়া হবে এবং নামাজের ৩০ মিনিট পরে বন্ধ হবে।

খুতবা ও প্রার্থনা মোট ১০ মিনিট চলবে। মসজিদে অজু ও ওয়াশরুম বন্ধ থাকবে। মুসল্লিদের বাড়ি থেকে অজু করে আসার পরামর্শ দেয়া হয়েছে। অন্য ওয়াক্ত নামাজের জন্য- মসজিদগুলো মাগরিব (সূর্যাস্ত) বাদে নামাজের ১৫ মিনিট আগে খোলা হবে, নামাজের ১০ মিনিট পর বন্ধ করতে হবে। মুসল্লিদের অবশ্যই নামাজের সময় মাস্ক পরতে হবে । প্রবীণ এবং অসুস্থদের মসজিদে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হাসান ১ ডিসেম্বর, ২০২০, ৪:৪৪ এএম says : 0
মসজিদে আক্রান্তের রেকর্ড না থাকা সত্ত্বেও, আন্তর্জাতিক স্বাস্থবিধির নিয়ম সেখানে মানার কি যৌক্তকতা রয়েছে? এটা কি আন্তর্জাতিক ও তদীয় ভক্তদের নিছক গোঁয়ারতুমি নয়?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন