শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উলিপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যদের কর্মবিরতি পালন

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৪:১০ পিএম

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা কর্ম বিরতি পালন করছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে অনিদিষ্টকালের জন্য এ কর্ম বিরতীতে যান স্বাস্থ্য সহকারীরা।
জানা গেছে, নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে উলিপুর উপজেলা হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে ৫০ জন স্বাস্থ্য সহকারী, ১৫জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৪জন স্বাস্থ্য পরিদর্শক এ কর্মসূচী পালন করেন। তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরশন না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র জানান, আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন