বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বৃক্ষ কর্তন নিয়ে সিসিক বিরোধী মানববন্ধন, অংশগ্রহণ করলেন মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৬:১৮ পিএম

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে হয়েছে বৃক্ষ কর্তন। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ‘ভূমি-সস্তান বাংলাদেশ’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়। কিন্তু সেখানে উপস্থিত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজে। সেখানে বৃক্ষ কর্তৃন নিয়ে সিসিকের অবস্থান তুলে ধওে বলেন, এখানে কারা কী ব্যানারে মানববন্ধন করছেন সেটি বিষয় নয়, তাদের মূল্যায়নের বিষয়কে সামনে রেখে আমি এই আয়োজনে অংশ নিয়েছি। একদল তরুণ পরিবেশ রক্ষায় সোচ্চার হয়েছেন- এটি অত্যন্ত প্রশংসনীয়। মেয়র বলেন, ভুল বুঝাবুঝির মধ্যে সৃষ্টি হয়েছে এই অনাকাঙ্খিত পরিস্থিতির। শহীদ মিনারে গাছ কাটার আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়া জরুরী ছিল। তবে ‘ভূমিসন্তান বাংলাদেশ’র নেতৃবৃন্দ নগরীর যে রাস্তায় গাছ লাগাতে চান আমাকে জানাবেন, সর্বাত্মক সহযোগিতা করবো আমি। ‘গ্রিন সিটি’ হিসেবে সিলেটকে গড়ে তুলতে সবাই একত্রে কাজ করবো আমরা। মেয়র আরিফ আয়োজক নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনারা আজ যেভাবে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার হয়েছেন- ঠিক সেভাবে নগরীর বিভিন্ন স্থানে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধেও প্রতিবাদ করুন। এক-দুই/দিন নয়, লাগাতার আন্দোলন করুন। আমি আপনাদের সঙ্গে থাকবো। উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গেণের একটি বড় কদম গাছ সিটি করপোরেশনের নির্দেশে কেটে ফেলেন শ্রমিকরা। এছাড়াও চলতি বছরের শুরুতে সড়ক প্রশস্তকরণের জন্য শহীদ মিনার চত্বরের আরও কয়েকটি গাছ কেটে ফেলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ‘ভূমিসান বাংলাদেশ’র ব্যানারে কিছু তরুণ-তরুণী মানবন্ধনের আয়োজন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন