বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘কামিং টু অ্যামেরিকা’ সিকুয়েলে ফিরছেন এডি মারফি আর আরসেনিও হল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

‘বেভারলি হিলস কপ’ দিয়েই এডি মারফিকে বিশ্বের মানুষ চিনেছিল সেই ১৯৮০র দশকে। এর সঙ্গে একই দশকে তিনি আরসেনিও হলের সঙ্গে মিলে আরেকটি ব্লকবাস্টার কমেডি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, সেটি হল ‘কামিং টু অ্যামেরিকা’, সেই ১৯৮৮তে ফিল্মটি মুক্তি পায়। ফিল্মটির দর্শকরা অনেক আগে থেকেই আশা করছিল সেটির সিকুয়েল নির্মিত হবে। কিন্তু এজন্য তাদের প্রায় তিন দশক অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ‘কামিং টু অ্যামেরিকা টু’ নির্মিত হয়ে এখন মুক্তির প্রতীক্ষায় আছে। এই বছরই ফিল্মটি হলে মুক্তি পাবার কথা ছিল। তবে, কোভিড পরিস্থিতির কারণে তা আর হল না। চলচ্চিত্রটির প্রদর্শন স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন স্টুডিওস। অ্যামাজনের প্রাইম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি পাওয়া যাবে ৫ মার্চ, ২০২১ থেকে। মার্ফি আর হল তাদের চরিত্র আফ্রিকার এক কল্পিত দেশ জামুন্ডার যুবরাজ আকিম জফফার এবং তার ঘনিষ্ঠতম বন্ধু সেম্মির ভূমিকায় ফিরবেন। নতুন কাহিনীতে আকিম তার দেশের রাজা সে বন্ধুকে নিয়ে যুক্তরাষ্ট্র আসে বাবাকে (জেমস আর্ল জোন্স) দেয়া প্রতিশ্রুতি পুরো করতে তার ছেলেকে (জারমেইন ফাউলার) দেশে ফিরিয়ে আনতে। প্রথম পর্ব পরিচালনা করেছিলেন জন ল্যান্ডিস, আর সিকুয়েল পরিচালনা করেছেন ক্রেইগ ব্রুয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন