বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আলোকিত পৌরসভা গড়ে তুলতে চাই গোপালপুর পৌর মেয়র প্রার্থী সাইফুল

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৮:৫২ পিএম

নাটোরের গোপালপুর পৌর নির্বাচনে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন,‘বিগত দিনে নৌকা প্রতীক পেয়েও দলীয় কোন প্রার্থী এই পৌরসভায় মেয়র হতে পারেনি। ফলে ২০ বছর ধরে এই পৌর সভা অবহেলিত। আমি সেবা বঞ্চিত অবহেলিত মানুষের সেব করতে চাই। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা নারীবান্ধব, উন্নয়ন ও সুশাসনের সরকার। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নের রোল মোডেল হিসেবে গড়ে তুলেছেন। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আমি যদি নৌকা প্রতিকের মনোনয়ন পায় তবে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে পৌর বাসিকে সঙ্গে নিয়ে এই পৌর সভাকে একটি আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলবো।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে চকনাজিরপুর গ্রামে এক উঠান বৈঠকে তিনি এই সকল কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। তিনবার কারাবরণ করেছি বিএনপি জামাতের আমলে অনেক বার হামলা নির্যাতনের শিকার হয়েছে। এই পৌর বাসিই আমার শক্তি আমার সাহস। আপনার আমার নেত্রীর দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তার আপনার আমার জন্যও দোয়া করবেন। আগামী নির্বাচনে নেত্রী যেনো আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।’
এসময় আওয়ামীলীগ ও তার সহযোগী সঙ্গঠনের নেতাকর্মীসহ চকনাজিরপুর গ্রামের ২শতাধিক নারী ভোটারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন