শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্ধারিত দামে বীজ আলু বিতরণের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত বীজ আলু ও সার সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলী। বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শরিফুজ্জামান শরীফ, লাকি আক্তারসহ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, বর্তমানে বাজারে আলুর বীজের সঙ্কট দেখা দিয়েছে। আলু বীজ পাওয়া গেলেও তা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেমি দামে বিক্রি হচ্ছে। সরকার আলুর বীজের দাম ২৭ থেকে ৩০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারের ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষককে যথাসময়ে সঠিক দামে আলুর বীজ দিতে না পারলে এ বছর আলুর কেজি ৮০ টাকায় খেতে হবে। সমাবেশ থেকে কৃষক সমিতি বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট করপোরেশনকে (বিএডিসি) সক্রিয় করে সারাদেশে কৃষকদের সরকারি দামে পর্যাপ্ত আলুর বীজ এবং সার সরবরাহের দাবি জানানো হয়। সমাবেশ শেষে কৃষক সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন