শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

একনজরে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জন্ম : ৩০ অক্টোবর ১৯৬০, বুয়েন্স আইরেস
মৃত্যু : ২৫ নভেম্বর ২০২০, টিগ্রে আর্জেন্টিনা
পেশাদার ক্যারিয়ার শুরু
১৯৭৬ সালে আর্জেন্টিনোস জুনিয়র্সে
জাতীয় দলে অভিষেক
১৯৭৬ সালে হাঙ্গেরির বিপক্ষে
আন্তর্জাতিক ক্যারিয়ার
ম্যাচ ৯১, গোল ৩৪
বিশ্বকাপ জয়
ম্যারাডোনার জুদুতেই ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো জেতে আর্জেন্টিনা। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা তার দ্বিতীয় গোলটি পেয়েছে বিশ্বকাপ ইতিহাসের শতাদ্বী সেরা গোলের স্বীকৃতি।

ক্লাব ক্যারিয়ার
আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিওয়েলস বয়েজ।
ম্যাচ ৪৯১, গোল ২৫৯

অর্জন
বিশ্বকাপ চ্যাম্পিয়ন ১৯৮৬ সাল
যুব বিশ্বকাপ ১৯৭৯ সাল
আর্জেন্টিনা প্রিমেরো ডিভিশন, বোকা জুনিয়র্স (১৯৮১)
সিরি ‘আ’, নাপোলি (১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০)
কোপা ইতালিয়া, নাপোলি (১৯৮৬-৮৭)
উয়েফা কাপ, নাপোলি (১৯৮৮-১৯৮৯)
সুপারকোপা ইতালিয়ানা, নাপোলি (১৯৯০)
কোপা দেল রে, বার্সেলোনা (১৯৮৩)
কোপা দে লা লিগা, বার্সেলোনা (১৯৮৩)
সুপারকোপা এস্পানা, বার্সেলোনা (১৯৮৩)

ব্যক্তিগত অর্জন
ফিফা ফেয়ার প্লে অব দ্য সেঞ্চুরি
বিশ্বকাপের সেরা খেলোয়াড় (১৯৮৬)
দক্ষিণ আমেরিকার বর্ষসেরা (১৯৭৯, ১৯৮০)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন