বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কাঁদছেন মাশরাফি-সাকিবরাও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ম্যারাডোনার মৃত্যুতে শোকের বন্যা বইছে সারা বিশ্বে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের খেলাধুলার বড় তারকারাও। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ম্যারাডোনার চেয়ে ভালো কেউ আসবে না উল্লেখ করে তার ফেসবুকে লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বা পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর।’
ম্যারাডোনার জন্যই ফুটবল এত আনন্দের খেলা ছিল মনে করেন সাকিব আল হাসান। ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে উঠেন। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বল্লেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মত কিংবদন্তী খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, ডিয়েগো!’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা।’ সৌম্য সরকারও বিদায় জানিয়েছেন কিংবদন্তিকে।
বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ লিখেছেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ ডিয়েগো ম্যারাডোনা। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ জাতীয় ফুটবল দলের সুশান্ত ত্রিপুরা লিখেছেন, ’সব কিছুর জন্য ধন্যবাদ। কিংবদন্তিদের মৃত্যু হয় না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন