শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অচেনা বাদী চেনা আসামি

ভুয়া ওয়ারেন্টের আসামিরা সুদৃষ্টি চান প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ১২:০৪ এএম, ২৭ নভেম্বর, ২০২০

ভুয়া গ্রেফতারি পরোওয়ানায় পুলিশের হয়রানির মুখে আছেন শত শত মানুষ। কথিত এসব ওয়ারেন্টের মামলার বাদী ভাড়াটে নারী-পুরুষ। আসামি চেনেন না বাদীকে। বাদী চেনেন না আসামিকে।এসব গায়েবি মামলাবাজ সিন্ডিকেটের নির্যাতনে অতিষ্ট হয়ে এবার পথে নেমেছেন শত শত ভুক্তভোগী। তাদের একটাই প্রশ্ন-ভুয়া মামলাবাজরা কি তাহলে সকল আইনের উর্ধ্বে ? তাদের বিষয়ে কি কোনো প্রতিকার নেই ? বানোয়াট মামলা ও ভুয়া ওয়ারেন্টের ভুক্তভোগীরা এ বিষয়ে সরাসরি প্রধান বিচারপতির সুদৃষ্টি কামনা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে ভুক্তভোগী কিছু পরিবার জড়ো হন। তারা মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু কর্মসূচির শুরুতেই পুলিশি বাধার সম্মুখিন হন তারা। পরে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ কর্মকর্তা এসে তাদের সরিয়ে দেন।

মানববন্ধনে অংশ নেয়া এক নারী ভুক্তভোগী বলেন,আমার বাবা এবং ভাই ৫টি মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন এখন। আমার স্বজনরা মিথ্যা মামলায় কারাগারে অথচ আপনারা (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আমাদের এখানে দাঁড়াতেই দিচ্ছেন না। আমাদের কথাও শুনছেন না। আমরা তো মাইক ব্যবহার করছি না। বাবা-ভাইয়ের বন্দিদশার কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় নিপতিত হয়েছি। আমাদের আয়- রোজগারও বন্ধ। মানববন্ধনে অংশ নেয়া রাজধানীর শান্তিবাগের একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রয়েছে ৪৯টি মামলা। এগুলোর মধ্যে ঢাকা সিএমএম কোর্টে ১৩টি, রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি এবং নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট ও থানায় রয়েছে ৮টি মামলা। অন্য মামলাগুলো হয়েছে দেশের বিভিন্ন জেলার কোর্ট ও থানায়। তিনি আরও জানান,অবাক করার মতো ব্যাপার। মামলাগুলো দায়ের হচ্ছে কারাগারে থাকা অবস্থায়। একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ৯টি মামলাই দায়ের হয়েছে কারাগারে বন্দী থাকাকালে। ওই মানববন্ধনে অংশ নেয় আরও ২০-২৫টি পরিবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
কৌশিক সরকার ২৭ নভেম্বর, ২০২০, ৩:২৯ এএম says : 0
এগুলো বন্ধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন
Total Reply(0)
Jack Ali ২৭ নভেম্বর, ২০২০, ৬:৩৫ পিএম says : 0
O'Police, Rab, DB.. Fear Allah. Do not oppress us, you will die one day then you will face Allah [SWT] then what answer you will give????? Allah is recording every atomic activities, In the Day of Qiyamah you cannot deny your crime. Abu Dharr reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Allah Almighty said: O My servants, I have forbidden injustice for Myself and I have forbidden it among you, so do not oppress one another.[Ṣaḥīḥ Muslim 2577] Narrated `Abdullah bin `Umar: Allah's Messenger (ﷺ) said, "A Muslim is a brother of another Muslim, so he should not oppress him, nor should he hand him over to an oppressor. Whoever fulfilled the needs of his brother, Allah will fulfill his needs; whoever brought his (Muslim) brother out of a discomfort, Allah will bring him out of the discomforts of the Day of Resurrection, and whoever screened a Muslim, Allah will screen him on the Day of Resurrection . " Sura:88: Ayat: 4:>They will enter in the hot blazing Fire. Sura:88: Ayat: 5:> They will be given to drink from a boiling spring. Sura:88: Ayat: 6:> No food will there be for them but a poisonous thorny plant. Sura:88: Ayat: 7 :> Which will neither nourish nor avail against hunger. Sura:90: Ayat: 4:> Verily, We have created man in toil Sura:88: Ayat: 5:> Dose he think that none can overcome him? Sura:88: Ayat: 7:> Dose he thinks that none sees him?? Sura:88: Ayat: 8:> Have We not made for him two eyes? Sura:88: Ayat: 9:> And a tongue and two lips? Sura:88: Ayat: 10:> And shown him the two ways [good and evil] Sura:88: Ayat: 11:> But he has not attempted to pass on the path is siratul mustaquim [I.e. the path lead to goodness and success]
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন