মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রায় ৫ হাজার বছরের পুরনো তিমির কঙ্কাল পাওয়া গেলো থাইল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ৭:০৭ পিএম

প্রায় ৫ হাজার বছরের পুরনো তিমির কঙ্কাল পাওয়া গেলো থাইল্যান্ডে। খুব ভালোভাবে সংরক্ষিত এই কঙ্কালটি ৩ থেকে ৫ হাজার পুরোনো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটির এখনও কার্বন ডেটিং করা হয়নি। এই কঙ্কালের সন্ধান মিলেছে সাগর থেকে ১২ কিলোমিটার দূরে, ব্যাংকরের ঠিক বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বুদ্ধির ব্যাপারে বিষদভাবে জানা যাবে। -বিবিসি, রয়টার্স, ব্যান থাই

থাই পরিবেশ মন্ত্রী ভারাওয়াত শিল্পা-আরচার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পুরো কঙ্কালটিই অক্ষত অবস্থায় রয়েছে। মন্ত্রী জানান, এখন পর্যন্ত ৮০ শতাংশ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কশেরুকা, পাজর, পাখনা এবং কাঁধের হাড়। থাই গণমাধ্যম বলছে, শুধু তিমির মাথাটিই ৩ মিটার লম্বা। ডিসেম্বরে কার্বন ডেটিং এর পর তিমিটির প্রকৃত বয়স জানা যাবে। কঙ্কালটি সম্ভবত ব্রেইডেস তিমির। বিশেষত থাইল্যান্ড ও বাংলাদেশের উপকূলে খুব নিয়মিতই এই বিশাল তিমির দেখা মেলে। এটি গালফ অব থাইল্যান্ড, আন্দামান সাগর আর বঙ্গোপসাগরে পাওয়া যাওয়া সবচেয়ে পরিচিত তিমি প্রজাতির কঙ্কাল ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন