শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারত অধিকৃত ভূস্বর্গখ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। এতে ভারতের দুই সেনা নিহতসহ আহত হন আরও কয়েকজন। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, বৃহস্পতিবার সেনাবাহিনীর টহল দলের উপর স্বাধীনতাকামীরা হামলা চালালে দুই সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আক্রমণকারীরা একটি গাড়িতে অস্ত্রসজ্জিত হয়ে এসে হামলা চালায়। ভয়াবহ এ ঘটনার পরপরই এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় হচ্ছে। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। ভারতীয় সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা ভারতীয় অবস্থান লক্ষ্য করে মর্টার বর্ষণ করে। ভারতও পাল্টা জবাব দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। গত ১৩ নভেম্বর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দেশের সেনাদের মধ্যে গোলাবিনিময়ে উভয়পক্ষে ছয় সেনা ও নয় বেসামরিক ব্যক্তি নিহত হয়। নিউজ এজেন্সি, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Zaman ২৭ নভেম্বর, ২০২০, ৮:০৭ পিএম says : 0
What a good news
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন