বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে এবার ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস নরোভাইরাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ৯:৫২ এএম

চীনের স্থানীয় খবর তেমন বিশ্ববাসী জানতে পারে না। তবুও যখন করোনাভাইরাসের মতো কোনো মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ে তখন না জানিয়ে উপায় থাকে না। তেমনি আরেকটি খবর ছড়িয়ে পড়েছে চীনের গণমাধ্যমে। আর সেটি হলো নতুন এক ভাইরাসের আক্রান্ত হচ্ছে চীনের মানুষ।

করোনাভাইরাসের পর এবার চীনে ছড়িয়ে পড়ছে নরোভাইরাস। সম্প্রতি দেশটির শিচুয়ান প্রদেশে ৫০ জনেরও বেশি শিশু এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। চীনের গ্লোবাল টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিচুয়ান প্রদেশের জিগংগ শহরের একটি কিন্ডার গার্টেনে এ ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানে নরোভাইাসের প্রভাবে শিশুদের বমির উপসর্গ দেখা দিয়েছে। তবে আক্রান্ত শিশুদের অবস্থা স্থিতিশীল রয়েছে। মৃদু সংক্রমণ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

নরোভাইরাস একটি সংক্রামক রোগ। এর ফলে বমি ও ডায়রিয়া দেখা দেয়। নরোভা
ইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি কয়েক কোটি নরোভাইরাস কণা ফেলতে পারে। যার মধ্যে কয়েকটি কণাই অন্য মানুষকে সহজেই আক্রান্ত করতে সক্ষম।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চীনা কর্তৃপক্ষ এ ভাইরাসটির টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দয়েছে। চার বছর পর টিকা সহজলভ্য হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
DM Ali DM Ali ২৮ নভেম্বর, ২০২০, ৪:৩৯ পিএম says : 0
পৃথিবীর মানুষ গুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে তাই আল্লাহ্ র গজব শুরু হয়ে গেছে ।
Total Reply(0)
Mafizul Islam ২৮ নভেম্বর, ২০২০, ৪:৩৯ পিএম says : 0
চীন ভাইরাস তৈরির কারখানা নাকি ?
Total Reply(0)
Sheikh Shibbir Ahmad ২৮ নভেম্বর, ২০২০, ৪:৪০ পিএম says : 0
বাণিজ্যিকের নতুন বায়না ৷
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন