শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিএফএসএফ একাডেমি কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ৭:০৭ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায়, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় আগামী ৩ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে তৃণমূল ফুটবলের আসর। যার নামকরণ করা হয়েছে বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এটা তাদের দ্বিতীয় আয়োজন। নয়দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলছে ১২টি দল। সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় এবার দল নিবন্ধন ও চুড়ান্ত করা হয়েছে। প্রথমে অনলাইনে উš§ুক্তভাবে এন্ট্রি আহ্বান করা হয়। সারা দেশ থেকে ১৭টি একাডেমি দল প্রাথমিক নিবন্ধন করে। ১৭ একাডেমির প্রতিনিধিদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ১২টি দলকে চুড়ান্ত করা হয়েছে। এছাড়া ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের কাগজ-পত্র, জš§ নিবন্ধন ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে ফুটবলারদের বয়স যাচাই-বাছাই করা হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের ট্রফি ছাড়াও এক লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে। শনিবার দুপুরে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফুটবল বিএফএসএফের সভাপতি কাজী শহিদুল আলম। এ সময় সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জোবায়ের ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইফতেখার রহমান খান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ফুটবল একাডেমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন