শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলকে খুশি করতেই আমিরাতের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইসরাইলকে খুশি করতেই বেশ কিছু মুসলিম রাষ্ট্রের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। হঠাৎ কেনও এরকম সিদ্ধান্ত নেয়া হল সে সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য দেয়নি আমিরাত কর্তৃপক্ষ। বিশ্লেষকদের দাবী, ইসরাইলকে খুশি করতেই এমন নিষেধাজ্ঞা জারি করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। যেসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো -ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। আমিরাত সরকার এক বিবৃতিতে জানায়, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা টুরিস্ট ভিসার জন্যও আবেদন করতে পারবে না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন