মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের পরমানুবিজ্ঞানী হত্যা ছিল ‘পাগলামি, উস্কানিমূলক এবং অবৈধ’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন ক্ষমতা নিতে যাচ্ছে এবং তার আগ মুহূর্তে এই হত্যাকাণ্ড পরিষ্কার করে দেয় যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া বানচাল করার পদক্ষেপ এটি। এ ধরনের ঘটনা ঘটতে দেয়া মোটেই উচিত হবে না। খুন নয় বরং কূটনৈতিক পথ হচ্ছে সামনে এগিয়ে চলার শ্রেষ্ঠ পথ। - ইরনা, তাসনীম নিউজ, জেরুজালেম পোস্ট
অন্যদিকে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান যে পরমাণু বোমা বানাতে চায় সে সম্ভাবনা নস্যাৎ করে দেয়ার জন্য ফাখরিজাদেহকে হত্যা সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত। ওবামা শাসনামলের সিআইএ প্রধান জন ব্রেননান ফাখরিজাদেহকে হত্যা অত্যন্ত বেপরোয়া ও অপরাধ হিসেবে উল্লেখ করে ইরানি নেতৃবৃন্দকে দায়িত্বশীল নতুন মার্কিন নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের জন্যে অপেক্ষা করতে বলেন।
ফাখরিজাদেহকে হত্যার নিন্দা করেছে তুরস্ক, সিরিয়া ও হামাস। ভেনিজুয়েলা ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরাও ফাখরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত নিয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন বলছে, ২০১৮ সালে ইসরায়েলি উপস্থাপক কানের কাছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, ফাখরিজাদেহ জানেন না তাকে আমি কতটা চিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন