পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ রেশম বাগান লোকালয় এলাকা হতে বিরলপ্রজাতীর একটি অজগর সাফ আটক করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম জানান,রোববার(২৯নভেম্বর) সকালে রেশন বাগান লোকালয় এলাকা হতে বিরলপ্রজাতীর ১৪ফুট দৈর্ঘ্য ও প্রায় ৩০ কেজি ওজনের অজগর সাপটি আটক করা হয়। পরর্বতী দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিজুজ্জামান শাহর নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যোনে( ন্যাশনাল পার্ক), রামপাহার বিট এলাকায় অবমুক্ত করা হয়।এসময় সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান,রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা,রাম পাহাড় বিট কর্মকর্তা শহিদুল আলম উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা জানান,গত ২/৩মাসে বিভিন্ন এলাকা হতে প্রায় ২০টিরও অধিক সাফ লোকালয়,বিভিন্ন বাসা-বাড়ি,অফিস,কারখানা হতে আটক করে কাপ্তাইয়ের জাতীয় উদ্যোনে অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন