শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

চাটখিল উপজেলাকে বাল্যাবিয়ে মুক্ত করতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ব্যানারে এ কর্মসূচিতে কলেজ ও স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। গতকাল বেলা ১১টার দিকে চাটখিল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সুষমা শারমিন আলপনার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা।
প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এটি দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ১৮ বছরের আগে একটা মেয়ের শারীরিক এবং মানসিক সক্ষমতা আসেনা, যার কারণে সমাজের বিবাহ বিচ্ছেদ এর পরিমাণ বেড়ে যাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, সহ সভাপতি মো, সেকেন্দার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন