শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় জেলা পরিষদের ২০৮ প্রকল্পে ৩ কোটি ২১ লাখ টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ৫:০৪ পিএম

মাগুরায় জেলা পরিষদের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের ২০৮টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকনসহ অন্যরা। সভায় জানানো হয়- জেলার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৩ কোটি ২১ লাখ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথম পর্বের কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পর্বের টাকার চেক প্রদান করা হবে। এর মাধ্যমে প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন