শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশ্বনাথে নৈশপ্রহরীকে খুন: ১জনের মৃত্যুদন্ড, ৩জনের খালাস

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ৭:১৭ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলূম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়ার আদালতে এ রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩০) উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আব্দুল মতিন খানকে কুপিয়েয় হত্যা করে দন্ডপ্রাপ্ত মোফাজ্জল। ৫ হাজার টাকা লুুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মেয়ে সেলিনা বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন