শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চেয়ারম্যানের জামিন কেন বাতিল নয়

হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের মামলায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জারিকৃত রুলের বিষয়ে শুনানি আগামি ১৩ ডিসেম্বর। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রক্ষিতে গতকাল বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন। জামিন বাতিলে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আব্দুর রাজ্জাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমকে রহমান ও আব্দুর রাজ্জাক। 


এর আগে গত ১৫ অক্টোবর ঢাকার চীফ মেট্টোপলিট্টন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আবদুর রাজ্জাককে জামিন দেন। এ জামিন আদেশে বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন পিটিশন দেয় দুদক। আবেদনের ওপর শুনানি শেষে উপরোক্ত রুল জারি করেন। নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে এর আগে গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঔষধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ২০ হাজার নকল এন-৯৫ মাস্ক ‘আসল’ দেখিয়ে ১০টি হাসপাতালে সরবরাহ করার অভিযোগে আব্দুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপ-পরিচালক ও কক্সবাজার মেডিক্যালের তত্ত্বাবধায়ক জাকির হোসেন খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন