শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাপ্তাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন: মাস্ক পরিধান না করায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ২:৩০ পিএম

গত কয়েকদিনে কাপ্তাই এ করোনা সনাক্ত এর হার বেড়ে গেছে। সর্বশেষ চলতি সপ্তাহে চন্দ্রঘোনা মিশন এলাকায় ৯ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি। এই অবস্থায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত প্রতিদিন উপজেলার জনবহুল স্থানে জনগণকে মাস্ক পরিধান করে চলাচল করতে কঠোর মনোভাব দেখাচ্ছেন।
এদিকে মঙ্গলবার (১ ডিসেম্বর ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় মাস্ক পরিধান না করায় ১৮৬০ সনের দন্ড বিধির ২৬৯ ধারা মোতাবেক ১৫ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেন এবং সর্বমোট ১,৬০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন