বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট নগরীর রাস্তায় সৌন্দর্যবর্ধনে বসানো হচ্ছে কারুকাজময় ‘টেস্টিং গ্রিল’

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৩:২২ পিএম

সিলেট নগরীর সড়ক উন্নয়ন ও সৌন্দর্য আধুনিকায়নে বিশেষ পরিকল্পনা হাতে নিয়ে সিলেট সিটি করপোরেশন। সেলক্ষ্যে নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কটিতে কারুকাজ করা ‘টেস্টিং গ্রিল’ বসাচ্ছে সিসিক। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে জিন্দাবাজারের দিকে সড়কের মধ্যখানের ডিভাইডারে বসানো হচ্ছে দৃষ্টিনন্দন গ্রিল। কালো-সোনালি রঙ্গের এ গ্রিলে আকর্ষিত হচ্ছে এ সড়কের সৌন্দর্য। এর মধ্যে দিয়ে বাড়তি এক আভিজাত্যময় রূপে দ্যুতি ছড়াচ্ছে সড়কটি। এছাড়া এর আগে ব্যস্ততম এই রাস্তার মাঝখানে সড়ক বিভাজন (ডিভাইডার) বসিয়ে সেখানে বাগান করার পরিকল্পনা নিয়েছিলো সিসিক। এবার বসানো হচ্ছে কারুকাজ করা গ্রিল। এ বিষয়ে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, এটি পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে প্রথমবারের মতো এ গ্রিলটি। চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত পুরো রাস্তায় বসানো হবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। কিছু জায়গা বসানোর পর পর্যবেক্ষণ করা হবে, এটি কতটা সৌন্দর্যবর্ধক। এই কারুকাজ করা গ্রিল বসানো ছাড়াও এ রাস্তার উভয়পাশের ফুটপাতে ফুলের টব বসিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করতেও চায় সিসিক কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন