শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পার্বতীপুরসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের হিসাব বিভাগকে আধুনিকায়ন করা হবে -অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৪:৪৫ পিএম

জনবান্ধক প্রশাসন, জনসেবার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলওয়ে হিসাব বিভাগ, পশ্চিমাঞ্চল কর্তৃক পেনশন সেবা ডিজিটালাইজেশন এবং মানোন্নয়নের লক্ষ্যে পার্বতীপুর রেলওয়ে পেনশন হোল্ডারদের ফিজিক্যাল ভেরিফিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পার্বতীপুর রেলওয়ে ডিপিএম অফিস (রেলওয়ে পে অফিস) চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা জামশেদ মিনহাজ রহমান। ৫ দিন ব্যাপী পেনশনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রথম দিনে ডিজিলাইজেশনের মাধ্যমে ২ শতাধিক পেনশনারের ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। এই কার্যক্রমের আওতায় পার্বতীপুর রেলওয়ে পে অফিসের আওতাধীন ৭শ ৫১ জন পেনশনারের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে বলে সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা/পেনশন আনোয়ার জাহিন জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিলাইজেশন পদ্ধতিতে পেনশনারদের ফিজিক্যাল ভেরিফিকেশন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের পেনশনারদের পেনশন প্রদানের পদ্ধতি সহজতর করা হলো বলে জানান, অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা জামশেদ মিনহাজ রহমান। তিনি আরও বলেন, পেনশনারদের সকল সমস্যা দূরীভুত করে আধুনিক পদ্ধতিতে অতিসহজেই পেনশন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ফলে পূর্বের যে সমস্যা বিরাজমান ছিল এই পদ্ধতিতে সে সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে এই পদ্ধতিতে আরো আধুনিকায়ন করা হবে। পশ্চিমাঞ্চল রেলের হিসাব বিভাগের সদর দপ্তর আধুনিকায়ন করার মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষনসহ বিভিন্ন সমস্যা দূরীভুত করে একটি অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অঞ্চলের হিসাব বিভাগকে আধুনিকায়ন করার ইচ্ছা আমার রয়েছে তবে এজন্য সবার সক্রিয় সহযোগীতার প্রয়োজন। অনুষ্ঠানে পেনশন হোল্ডার ও স্থানীয় সাংবাদিকরা ছাড়াও রেলওয়ে হিসাব বিভাগের পাকশির ডিএফএ মিলুফা আক্তার, ডিএফএ লালমনিরহাট সাইফুল ইসলাম, রেলওয়ে কেলোকার প্রধান নির্বাহী শাহ সুফি নুর মোহাম্মদ, ডিএফএ/অর্থ কামাল ইউসুফ, ডিএফএ/সৈয়দপুর প্রদীপ দত্ত, ডিএফএ/কেলোকা গোলাম আজম, সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা/পেনশন আনোয়ার জাহিদ, হিসাব রক্ষক/পেনশন জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন