বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু জাতীয় টার্গেটবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৭:৪২ পিএম

হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের সমন্বয়ে বাংলাদেশে নতুন খেলা টার্গেটবল। মাঠের দু’পাশে দু’টি করে বাস্কেট থাকে। যেখালে বল ফেলে গোল করলেই পাওয়া যায় পয়েন্ট। সেই টার্গেটবলের জাতীয় প্রতিযোগিতা শুরু হয়েছে মঙ্গলবার। পুরুষদের ১৬টি ও নারীদের ৮টি দল নিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হওয়া এ প্রতিযোগিতার নামকরণ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় টার্গেটবল প্রতিযোগিতা। কাল প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, এআইজি শরীফ মোস্তাফিজুর রহমান, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ জামান খান কবির ও সাধারণ সম্পাদক দীন ইসলাম উপস্থিত ছিলেন। প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগে নেত্রকোনা ২-০ পয়েন্টে শেখ রাসেল একাডেমিকে ও পুলিশ ৪-০ পয়েন্টে এফসি বি-বাড়িয়াকে হারায়। অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ আনসার ১৬-৬ পয়েন্টে পরান মখদুমকে হারিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন