শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিঃসঙ্গতম হাতির নতুন জীবন কম্বোডিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


পৃথিবীর নিঃসঙ্গতম হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তানের চিড়িয়াখানার কাভান নামে সেই হাতিটির দুর্বিষহ জীবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কম্বোডিয়ায়। হাতিটির নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন পপ তারকা শের, যিনি এই হাতিটির মুক্তির জন্য আইনি খরচ বহন করেছেন। ২০১২ সালে সঙ্গীর মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছে হাতিটি। প্রায় ৩৫ বছর ধরে নিম্নমানের জরাজীর্ণ একটি চিড়িয়াখানায় বন্দি ছিল কাভান। কম্বোডিয়ায় হাতিটির ঠাঁই হয়েছে একটি সুরক্ষিত বন্যপ্রাণী অভয়াশ্রমে, যেখানে খোলা আকাশের নিচে আরও হাতির দল আছে। কম্বোডিয়ার একটি বিমানবন্দরে নেমে শের গণমাধ্যমকে বলেন, আমি অত্যন্ত খুশি ও গর্বিত যে কাভান এখন এখানে। এটি চমৎকার একটি প্রাণী। প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থা এফপিআইয়ের একজন পশু চিকিৎসক আমির খলিল বলেছেন, পাকিস্তান থেকে যাওয়ার সময় কাভানের আচরণ ছিল শান্ত। তাকে খুব একটা বিপর্যস্ত মনে হচ্ছিল না, বরং সে খেয়েছে এবং বিমান ভ্রমণের সময় কিছুটা ঘুমিয়েছে। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন