শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে দেড় কোটি ইহুদিও ৬৭ লাখ ইসরাইলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

গোটা বিশ্বে বর্তমানে এক কোটি ৪৭ লাখ ইহুদির মধ্যে ৬৭ লাখ ইসরাইলে, ৫৭ লাখ যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে আছে বাকি ২৩ লাখ। ইসরাইলের ম‚ল শক্তি যুক্তরাষ্ট্রে থাকা ইহুদিরা। তারা বিভিন্ন সময় নানাভাবে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের বৈধতা আদায় করে নিচ্ছে। ইসরাইল সবচেয়ে বেশি আনুক‚ল্য পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। এ কারণে বাইডেনের জয়ে তারা এখন শঙ্কায়। ইসরাইলের মাথাব্যথা বাড়িয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিনিসহ নারী সদস্যরা। তা ছাড়া প্রথমবারের মতো হোয়াইট হাউসের গুরুত্বপ‚র্ণ পদে নিয়োগ পেয়েছেন এক ফিলিস্তিনি নারী। হোয়াইট হাউসের আইন প্রণয়ন শাখার প্রধান হিসেবে জো বাইডেন তাকে নিয়োগ দিয়েছেন। ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনে মার্কিন মদদেই চলে আসছে ইসরাইলের জবর-দখল। কিন্তু ইহুদিরা এখন ভাবছে আর কতদিন তারা মার্কিন ছত্রছায়া পাবে তাদের এসব অপরাধ কর্মকাÐে? বাইডেন প্রশাসন ইসরাইলের ব্যাপারে কোনো নীতি অনুসরণ করে এটিই এখন দেখার বিষয়। জেরুজালেম পোস্ট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mustafizur Rahman Ansari ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৫ এএম says : 0
Wait and see
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন