বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুম্বাই হামলাকারীদের পুরস্কৃত করার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুম্বাই হামলাকারীদের পুরস্কারের দাবি জানিয়েছে হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহাউর রানা। মার্কিন সরকারের তরফ থেকে ফেডারেল আদালতকে এ কথা জানানো হয়েছে। তাহাউর রানার দাবি, ভারতের সঙ্গে যা হওয়া উচিত, ঠিক সেটাই হয়েছে। রানা আরও বলেছে, মুম্বইয়ে লস্কর-ই-তৈয়বার হামলা সাহসিকতার নজির। এটাই হওয়া উচিত। হামলার চক্রান্তের সঙ্গে যুক্ত থাকায় রীতিমতো গর্বিত সে। চলতি বছরের জুন মাসে রানাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। জিজ্ঞাসাবাদের পর মুম্বই হামলার সঙ্গেও যুক্ত থাকার কথা স্বীকার করে নেয় সে। এরপরই তাহাউর রানাকে হেফাজতে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, পাক বংশোদ্ভ‚ত রানা কানাডায় ব্যবসা করতেন। লস্করের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার। এমনকি, নিজের অফিস খুলে জঙ্গি কার্যকলাপ চালাত রানা। নানা উপায়ে লস্করকে সহযোগিতা
করতেন। হিন্দু, এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন