মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ সুবর্ণা মুস্তাফার জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

আজ একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার জন্মদিন। তবে এবারের জন্মদিন নিয়ে তার কোন বিশেষ আয়োজন নেই। বিগত বেশ কয়েক বছর তিনি কাছের কিছু প্রিয় মানুষ, সহশিল্পী, পরিচালকদের নিয়ে দিনটি উদযাপন করলেও এবার করোনার কারণে এ ধরনের কোন পরিকল্পনা নেই। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সত্যি বলতে কী একটা অদ্ভুত সময়ের মধ্যদিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিন দেশে, দেশের বাইরে অনেক মানুষ মারা যাচ্ছেন। এ অবস্থায় কীভাবে মানসিকভাবে আসলে ভালো থাকি? ভালো থাকা যায় না। যেখানে মানসিকভাবেই ভালো নেই, সেখানে নিজের জন্মদিন নিয়ে আলাদাভাবে ভাবার কোন সুযোগও নেই। তাই এবারের জন্মদিনকে ঘিরে কোন বিশেষকিছুই করা হচ্ছে না। এরইমধ্যে করোনার সেকেন্ড ওয়েব শুরু হয়েছে। সবাই যার যার অবস্থানে নিরাপদে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নিজের নিরাপত্তাটাই এখন অনেক বেশি জরুরী।’ সুবর্ণা মুস্তাফা জানান, এরইমধ্যে বেশকিছু নাটকে এবং সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন। করোনার কারণে সেসব কাজ করেননি। শুধুমাত্র জাতীয় সংসদের স্পেশাল সেশসনে অংশ নিয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদ’র নির্দেশনায় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি আর কোন নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেননি। ১৯৮০ সালে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমাতে অভিনয় করেই সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করেছিলেন সুবর্ণা মুস্তাফা। এই সিনেমাতে তার সহশিল্পী ছিলেন রাইসুল ইসলাম আসাদ। পরবর্তীতে সুবর্ণা মুস্তাফা ‘লাল সবুজের পালা’,‘ নতুন বউ’, ‘নয়নের আলো’,‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’,‘ কমান্ডার’, ‘অপহরণ’,‘স্ত্রী’, ‘দূরত্ব’,‘গহীন বালুচর’, ‘গÐি’ সিনেমা’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন। টিভি নাটকে সুবর্ণা মুস্তাফা-আফজাল হোসেন সর্বকালের সেরা জুটি। এই জুটি সর্বশেষ অভিনয় করেন বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’। সর্বশেষ সুবর্ণা মুস্তাফা বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। জন্মদিনে প্রখ্যাত এই অভিনেত্রীকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন