বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুরে বিজ্ঞান মেলা

দৌলতপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা এই শ্লোগানকে সামনে রেখে ৪২ ৩ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে পালিত হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। গত রোববার সকালে দৌলতপুর উপজেলা চত্বরে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলার ৭টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করে। মেলা প্রাঙ্গনে ঘুরে দেখা যায়, ছোট ছোট স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের আবিষ্কারের সুফল তুলে ধরেছে। দৌলতপুর পাইলট গার্লসই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আশরাফী সুলতানা তুলি তাদের যৌথভাবে উদ্ভাবিত আমার বাড়ি আমার হাসপাতালের সুফল তুলে ধরেন । এ বিষয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীসহ দর্শনার্থীরা বিজ্ঞানে উৎসাহিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন