শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাটকা ইলিশ জব্দ

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহপরপুর মাছ বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা, মোবাইল কোর্ট পািরচালনা করে তিনজন মাছ ব্যবসায়ীকে ৪০ কেজি জাটকা ইলিশসহ আটক করে।
আটককৃত তিন মাছ ব্যবসায়াকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জব্দকৃত মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বিভিন্ন এতিম খানায় বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তাসহ মৎস্য দফতরের কর্মকর্তাবৃন্দ ও বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভ‚মি) এস এম আবু দারদা জানান, উপজেলার বিভিন্ন হাট বাজারে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো ব্যক্তি জাটকা ইলিশ বিক্রয় করেন তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন