শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

স্নাতক চ‚ড়ান্ত পর্বের পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করে তারা। পওে বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষার্থী ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

অবস্থান কর্মসূচি পালনকালে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষার দাবি জানিয়ে বক্তব্য দেন। এ সময় প্রতœতত্ত¡ বিভাগের শিক্ষার্থী ফারুক বলেন, ‘বর্তমানে সপ্তাহে তিনদিন অফিস চলছে। এর আগে দুই দিন অফিস চলেছিল। বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনার মধ্যে অফিস করছেন, তাদের সমস্যা হয় না। অথচ শিক্ষার্থীদের কথা আসলেই করোনার বিষয় চলে আসে। আমরা প্রশাসনকে বলতে চাই, আজকের অবস্থান কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়। আগামী দুই-একদিনের মধ্যে যেন আমাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা ঠিক করা হয়।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘এখন চাকরির পরীক্ষা চলছে। শুধু পরীক্ষার কারণে আমরা এসব পরীক্ষায় অংশ নিতে পারছি না। প্রশাসনের কাছে আমাদের দাবি, প্রয়োজনে কোর্স কমিয়ে হলেও যেন দ্রæততম সময়ে স্বশরীরে আমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হয়।’

সমাপনী বক্তব্যে দর্শন বিভাগের শিক্ষার্থী রেহান বলেন, ‘আগামী ৬ ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসে, তবে ওইদিন থেকে আমরা প্রশাসনিক ভবন লাগাতার অবরোধ চলবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন