শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে ৭ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে, মা পলাতক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১১:৫৯ এএম

শেরপুর শহরের নওহাটা এলাকায় ৭ মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে নুরুন্নাহার নামে এক নারীর বিরুদ্ধে। আজ ২ ডিসেম্বর বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই আরাফাত তাসিন নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা পলাতক রয়েছে। পুলিশ বলছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর শহরের নওহাটা এলাকার বাসিন্দা ও রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির ৪ ছেলে-মেয়ে। এদের মধ্যে গত ৭ মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরাফাত তাসিন জন্ম নেয়। তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ও অস্বাভাবিক আচরণ শুরু করে। শিশু তাসিনকে তার মা সহ্য করতে না পারায় সে তার বিশ্ববিদ্যালয়পড়–য়া বড়বোন শ্রাবণী ও স্কুলপড়ুয়া বোন লাবণীর কাছে বড় হতে থাকে। আজ সকালে মা নুরুন্নাহার ও শিশু তাসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাসিনের মরদেহ দেখতে পায় স্বজনরা। ঘটনার পর থেকে মা নুরুন্নাহারকেও খুজে পাওয়া যাচ্ছে না। পরে খবর পেয়ে শিশু তাসিনের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানার পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন