শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যুক্তরাজ্যের আদালতে জনি ডেপের আপিল আবেদন খারিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

একটি দৈনিক অভিনেতা জনি ডেপকে ‘স্ত্রী নির্যাতনকারী’ হিসেবে উল্লেখ করার পর সেটির তার বিরুদ্ধে তার মানহানির মামলা এই মাসের শুরুতে যুক্তরাজ্যের উচ্চ আদালতের এক বিচারক তা খারিজ করে দেয়। সর্বশেষ আদালতের উপরোক্ত রায়ের বিরুদ্ধে ডেপের আপিল আবেদন আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি অ্যানড্রু নিকল তার রায়ের একাংশে উল্লেখ করেছেন : “স্ত্রী নির্যাতনকারী হিসেবে দৈনিকের উদ্ধৃতি স্পষ্টতই বাস্তব।” ডেপ এই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ তারকার এই আপিলের আবেদন প্রত্যাখ্যান করে নিকল বলেন : “আমার বিবেচনায় এই আপিলের আবেদনের সাফল্য লাভের কোনও যৌক্তিক ভিত্তি নেই।” পূর্বোক্ত রায়ে বিচারক ডেপকে দ্য সান পত্রিকার প্রকাশককে আইনি ব্যয়ের ৬,৩০,০০০ পাউন্ড (প্রায় ৭.১ কোটি টাকা) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়। অবশ্য ডেপ এরপরও আপিল আদালতে সরাসরি ৭ ডিসেম্বরের আগে তার আপিলের আবেদন পেশ করতে পারবেন। ডেপ এবং তার স্ত্রী অ্যাম্বার হার্ড তাদের পরস্পরবিরোধী বক্তব্য প্রদানের তিন সপ্তাহ পর আদালত ডেপের বিপক্ষে রায় দেয়। অন্যদিকে ডেপ ওয়অশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ প্রকাশের কারণে হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন