শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেবের দাফন সম্পন্ন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ছাগলনাইয়ার নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেব, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ আলহাজ সৈয়দ গোলাম জিলানী গত মঙ্গলবার ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য ভক্ত, ছাত্র-ছাত্রী আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 

গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার মোশরীখোলা দরবার শরীফে প্রথম, বিকাল সাড়ে ৪টায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১০টায় নিজপানুয়া দরবার শরীফে তৃতীয় জানাজা শেষে মরহুমের লাশ দরবার শরীফ প্রাঙ্গনে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব আবদুর রউপ, সাবেক পৌর মেয়র মো. আলমগীর, ডা. ফজলুল হক, সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কবির আহাম্মদ সিদ্দিকী ও সিনিয়র শিক্ষক জাকির হোসেন।
জানাজায় ইমামতি করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ভূঞা। তৃতীয় জানাজায় পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বেতাগী দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলামুর রহমান আশরাফ, মহিপাল দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহিব্বুল ইসলাম চৌধুরী, তিলিপ দরবার শরীফের পীরজাদা মাওলানা নিজাম উদ্দিন আজাদী, স্থানীয় রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, প্রিন্সিপাল মাওলানা নুরুন নবী রহমানী ও মরহুমের ছেলে মাওলানা মো. ইউসুফ প্রমুখ। সৈয়দ গোলাম জিলানী নিজপানুয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব সৈয়দ আবু আহাম্মদ (রহ.) এর প্রপৌত্র এবং বড় পীরজাদা সৈয়দ মিনহাজুল আবদীন (রহ.) এর বড় পুত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন