শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চাঁদে চীনের চন্দ্রযানের সাফল্য, লক্ষ্য মাটি ও নুড়িপাথর সংগ্রহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৪:১০ এএম | আপডেট : ১০:০০ এএম, ৩ ডিসেম্বর, ২০২০

চীনের চন্দ্রযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে এবং সংগ্রহ করবে মাটি ও নুড়িপাথর।মঙ্গলবার পৃথিবী থেকে ১১২ ঘণ্টার পথ পাড়ি দিয়ে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চীনের চন্দ্রযান ‘চ্যাং-৫’। চন্দ্রযানটি চাঁদের অনাবিষ্কৃত অঞ্চল থেকে বিভিন্ন ধরণের নমুনা সংগ্রহ করে চলতি ডিসেম্বরের দ্বিতীয় ভাগে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করবে। চাঁদের নমুনা সংগ্রহে এ ধরনের অভিযান গত চার দশকের মধ্যে প্রথম। - দ্য গার্ডিয়ান, বিবিসি, পার্সটুডে

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় দেশ হিসাবে চীনই চাঁদের মাটির নমুনা আনতে যাচ্ছে। গত ২৪শে নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ভোর সাড়ে চারটায় ‘চ্যাং-৫’কে একটি রকেটে করে উৎক্ষেপণ করা হয়। চৈনিক পুরাণ মতে চাঁদের দেবীর নামানুসারে এই যানের নাম রাখা হয় চ্যাং-৫। চন্দ্রযানটি চাঁদের ওশেনাস প্রসেলারাম বা ‘ঝড়ের সমুদ্র’ এলাকা থেকে দুই কেজি নুড়িপাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এই এলাকা থেকে এর আগে নমুনা সংগ্রহ করা হয়নি। এসব নমুনা চাঁদের উৎপত্তি, গঠন ও আগ্নেয়গিরির সক্রিয়তা সম্পর্কে জানতে সহায়তা করবে। ২০২২ সালে চীন মহাকাশকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। মঙ্গলগ্রহে মানুষবিহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনাও রয়েছে চীনের। ২০২৯ সালে বৃহস্পতি গ্রহে অভিযান চালাবে চীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mominul ৩ ডিসেম্বর, ২০২০, ৬:৪৬ এএম says : 1
Very good
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন